সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক সম্মানী ১০ হাজার - DevDaze

Latest

Devdaze - always share knowledge about - Freelancing | Digital Marketing | SEO | Affiliate Marketing | Fiverr Marketing | Social Media Marketing | Crypto Currency | Web Development | Domain Hosting | Free Software Download | Bd Job News | Tech News | Tips and Tricks | IELTS, etc

Advertisement

الجمعة، 22 مارس 2024

সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক সম্মানী ১০ হাজার

বিদ্যুৎ বিভাগের অধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষে (স্রেডা) ইন্টার্নশিপ নেওয়া হবে। ইন্টার্নশিপের মেয়াদ তিন মাস। আগ্রহী প্রার্থীদের ২৭ মার্চ দুপুর ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য স্রেডা কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে স্রেডায় ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু রয়েছে। এ লক্ষ্যে পঞ্চম ব্যাচে (এপ্রিল–জুন, ২০২৪) ইন্টার্নশিপ প্রোগ্রামে নতুন প্রার্থী নেওয়া হবে।


সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক সম্মানী ১০ হাজার

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানিসংক্রান্ত বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।


সম্মানী: মাসিক ১০,০০০ টাকা।


যেভাবে আবেদন


আগ্রহী প্রার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে স্রেডা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এই লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। ২০ মার্চ ২০২৪ তারিখ বা এর আগে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে তাঁরা আবেদনের যোগ্য হবেন। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষা সম্পন্নের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।




শর্ত

ইন্টার্নশিপের মেয়াদ তিন মাস। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় সব সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই–মেইল ও ডাকযোগে জানানো হবে। ইন্টার্ন বাছাইয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩–এর শর্তানুযায়ী প্রার্থী ইন্টার্নশিপ সমাপনান্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির দাবি করতে পারবেন না।

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৪, দুপুর ১২টা পর্যন্ত।


প্রার্থী বাছাই


প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা ২৮ মার্চ অনলাইনে গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৩১ মার্চ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) দপ্তর, আইইবি ভবন (লেবেল-১০), রমনা, ঢাকায় গ্রহণ করা হবে।

ليست هناك تعليقات:

إرسال تعليق